IBM Watson Avatar |
NAS এর ল্যাবে আজ উৎসবমুখর পরিবেশ। গতকাল তাদের একটি এক্সপেরিমেন্ট সফল হয়েছে। আজ এই এক্সপেরিমেন্ট এর ফলাফল ল্যাব এর স্পনসর ও ডোনরদের দেখানো হবে। তবে এক্সপেরিমেন্ট সফল হওয়াতে গবেষকরা খুশি, নাকি আরো ফান্ড আসার উপলক্ষ তৈরি হওয়াতে সবাই খুশি তা ঠিক বোঝা যাচ্ছে না। একটু পরেই কনফারেন্স শুরু হবে। তাই তাই হয়ত কনফারেন্স রুম থেকেই যা আওয়াজ শোনার শোনা যাচ্ছে। কনফারেন্স রুম এ জড়ো হয়েছে স্পনসর প্রতিষ্ঠান এর মালিক অথবা তাদের মুখপাত্ররা। প্রাইভেট ল্যাব হওয়ায় NAS কে ফান্ডের জন্য স্পনসরদের উপর ডিপেন্ড করতে হয়। তাই ল্যাবে কোন কিছু করা হলে সাথে সাথেই স্পনসরগুলোকে দেখাতে হয় আর এতে ওই প্রতিষ্ঠান এর কী লাভ হবে তা বুঝিয়ে দিতে হয়।
- 11:21:00 PM
- 2 Comments