১। Serial Experiments Lian (১৯৯৮ মনে হয়)
অতিরিক্ত হাই থট এর এনিমে। আমেরিকার ক্রিটিকরা বলেছে এটা নাকি Avant Garde
এনিমে। কথাটা পড়ার পর উইকি ঘাটটে হয়েছে জানার জন্য Avant Garde কি জিনিস।
যার মর্মার্থ হল - Post Post Modern (হাঁআআআ। দুইবার post)। এখানে বেশ
কিছু ধারনা নিয়ে আলাপ করা হয়েছে। শুরু হয়েছিল এক বাচ্চার হাতে একটা নতুন
মডেলের ন্যাভি (পিসি) আসার মধ্যে দিয়ে।