The Girl Who Leapt Through Time দেখার পর থেকেই মামুরো হোসোডা আমার পছন্দের একজন ডিরেক্টর হয়ে গেছেন। সেটা আমার অত্যন্ত ভালো লেগেছিল। হোসোডা এর পরের মুভি সামার ওয়ারস দেখার সময় তাই এক্সপেক্টেশন অনেক বেশি ছিল। আশা করেছিলাম অনেক আবেগ মথিত কোন মুভি হবে। কিন্তু পরে গিয়ে দেখলাম সেটা একটা ভালো ফ্যামিলি ড্রামা। কিছুটা আশাহত হলেও এবং খেলার কিছু না বুঝলেও সিনেমার শেষদিকে আমিও বলে উঠেছিলাম KOI KOI। :D