[Originally Published in Mukh o Mukhos Online Magazine on January 2014 issue. Link: Here ]
হাইস্কুল লাইফটা মনে হয় প্রতিটা মানুষের জন্য সবচেয়ে আনন্দময় সময়।
হাইস্কুলে পড়ার সময় বড়দের কাছ থেকে শুনেছি, “মজা করার এখনই সময়।” আবার যখন
কোন কিশোর উপন্যাসের রিভিউ পড়তে যাই তখন পাই, “এই উপন্যাস আপনাকে নিয়ে যাবে
আপনার স্কুলজীবনে। সেই সময়টাকে ফেরত পেতে চাইবেন।” উল্লেখ্য, কলেজ জীবনেও
ওই বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে একই কথা শুনেছি, এমনকি এখন ভার্সিটি লাইফেও
তাই শুনছি। আর এখনকার বিখ্যাত কিশোর উপন্যাসগুলো হাই স্কুলে হয় না। হয় কোন
জ্বলজ্বল করতে থাকা ভ্যাম্পায়ারকে নিয়ে