পৃথিবীতে নানা রকম যুদ্ধ হয়। কমার্শিয়াল যুদ্ধগুলো আমাকে বারবারই আকর্ষন করে। এন্টারটেইনমেন্ট জগতে ফরম্যাট ওয়ার নামে একটা মজার যুদ্ধ আছে। আমরা গান শোনা, মুভিদেখার জন্য একের পর এক নতুন প্রযুক্তি দেখে আসছি। এই প্রযুক্তিগুলো কি আবিষ্কার হয়েই আমাদের দরজায় এসে পড়েছে? তা কখনোই সম্ভব নয়। এই নতুন প্রযুক্তিগুলো প্রচুর কাঠখর পুড়িয়ে বাজারে আসে। অনেক সময় বাজার থেকে ভো দৌড় দিয়ে এরা তাদের গর্তে গিয়ে লুকায়। অনেক সময় ভালো প্রযুক্তিগুলো আমাদের কাছ থেকে দূরে চলে যায়। এসবই কর্পোরেট বানিজ্যের ফসল।
বাজে কথা ছেড়ে কাজের কথায় আসা দরকার। গত ১০০বছর জুড়ে ফরম্যাট ওয়ার একটি ক্রুশাল জায়গে হয়ে গিয়েছে মানুষের লাইফস্টাইলে। এরকম কয়েকটা ওয়ার নিয়েই আজকে এই পোস্ট লিখতে বসলাম। আমার পছন্দ অনুসারে কয়েকটি ফরম্যাট যুদ্ধ নিচে বর্ননা করলাম।
০১। Phonograph Cylinder Vs. Gramophone Record
বিশেষজ্ঞদের মতে এটা দ্বিতীয় ফরম্যাট ওয়ার। ফোনোগ্রাফ সিলিন্ডারের আবিষ্কারক হলেন আমাদের সবার পরিচিত
- 1:56:00 AM
- 0 Comments