করিম চাকলাদার, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার জীবনে অনেক সমস্যা।
তার দুটি ছেলে বর হয়েছে কিন্তউ মানুষ হল না। তারা তাদের বউ বাচ্চা নিয়ে দুটি আলাদা বাসায় থাকে। তার নাতি দুটিও তার বাসায় বেরাতে আসে না। কারন তার বাসায় কম্পিউটার, ল্যাপটপ দুটির একটিও নেই। অথচ তার দুটি ছেলের বাসায় একটি করে দুটি কম্পিউটার আছে।
তার নিজের বাসায় তিনি নিজে ও তার বউ দুটি প্রানী বাস করেন। এই বাসায় ধকার জন্য দুটি সদর দরজা আছে। দুটি দরজাই পাশাপাশি। তাই তিনি ভেবে পাননা যে বাড়িওলা দুটি ভিন্ন রুমে ধোকার জন্য দুটি দরজা না দিয়ে একই রুম এ দিয়েছেন কেন। এতে আছে দুটি বাথরুম, দুটি বারান্দা, বসার ঘরে আছে দুটি ফ্যান। এবং বিদ্যুৎ বিভ্রাট এর ফলাফল স্বরূপ আছে দুটি তালপাখা।
একদিন করিম সাহেব বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়েই তিনি রোড ডিভাইডার দিয়ে দুটি ভাগ করা রাস্তার অপর পাশে দুটি শালিক বসে থাকতে দেখে খুব খুশি হলেন। তিনি রিকশার জন্য দুটিপাশে তাকালেন। তিনি দুটি রিকশা দেখতে পেলেন। এর মধ্যে একটি রিকশায় দুটি মানুষ হাসতে হাসতে যাচ্ছে। দুটি রিকশার অপরটি খালি আছে। তিনি তাকে ডাক দিলেন।
তার দুটি ছেলে বর হয়েছে কিন্তউ মানুষ হল না। তারা তাদের বউ বাচ্চা নিয়ে দুটি আলাদা বাসায় থাকে। তার নাতি দুটিও তার বাসায় বেরাতে আসে না। কারন তার বাসায় কম্পিউটার, ল্যাপটপ দুটির একটিও নেই। অথচ তার দুটি ছেলের বাসায় একটি করে দুটি কম্পিউটার আছে।
তার নিজের বাসায় তিনি নিজে ও তার বউ দুটি প্রানী বাস করেন। এই বাসায় ধকার জন্য দুটি সদর দরজা আছে। দুটি দরজাই পাশাপাশি। তাই তিনি ভেবে পাননা যে বাড়িওলা দুটি ভিন্ন রুমে ধোকার জন্য দুটি দরজা না দিয়ে একই রুম এ দিয়েছেন কেন। এতে আছে দুটি বাথরুম, দুটি বারান্দা, বসার ঘরে আছে দুটি ফ্যান। এবং বিদ্যুৎ বিভ্রাট এর ফলাফল স্বরূপ আছে দুটি তালপাখা।
একদিন করিম সাহেব বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলেন। বের হয়েই তিনি রোড ডিভাইডার দিয়ে দুটি ভাগ করা রাস্তার অপর পাশে দুটি শালিক বসে থাকতে দেখে খুব খুশি হলেন। তিনি রিকশার জন্য দুটিপাশে তাকালেন। তিনি দুটি রিকশা দেখতে পেলেন। এর মধ্যে একটি রিকশায় দুটি মানুষ হাসতে হাসতে যাচ্ছে। দুটি রিকশার অপরটি খালি আছে। তিনি তাকে ডাক দিলেন।
- 12:27:00 AM
- 0 Comments