মিউজিক নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা অনেক দিনের। সময়ের অভাব আর আলসেমি তে দেয়া হয়ে ওঠেনি। গত তিন চারদিন ধরে লিখতে লিখতে এইটুকু দাঁড়িয়ে গেল।
.ılıll.|̲̅̅●̲̅̅|̲̅̅=̲̅̅|̲̅̅●̲̅̅| ব্যান্ডের গানই বেশি শোনা হয়। আমার পছন্দের ব্যান্ডঃ
٩(͡๏̯͡๏)۶ ব্রেকিং বেঞ্জামিনঃ
এটা আমার ফেভারিট ব্যান্ড। এদের সাথে প্রথম পরিচয়টা হয়েছে এক প্রোমোশনাল বিজ্ঞাপনের মাধ্যমে। Animax এ Trinity Blood এর প্রোমো তে এদের Evil Angel গানটা ব্যাবহার করা হয়। সেখান থেকেই গানটা আমার চরম ভালো লেগে যায়। এরপর এদের কথা প্রায় ভুলেই গিয়েছি, গানটান তেমন শোনাও হয় না। একদিন ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ করতে গিয়ে AMV আকারে ব্রেকিং এর কিছু গান পেয়ে যাই। তারপর আমাকে আর পায় কে, বিভিন্ন উপায়ে এদের গানগুলো সংগ্রহ করলাম। এদের সব গানই আমার ভালো লাগে। তারপরেও উল্লেখযোগ্য গানের মধ্যে আছে
- 5:45:00 PM
- 2 Comments