যা কিছু পছন্দের........ মিউজিক!
5:45:00 PMমিউজিক নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা অনেক দিনের। সময়ের অভাব আর আলসেমি তে দেয়া হয়ে ওঠেনি। গত তিন চারদিন ধরে লিখতে লিখতে এইটুকু দাঁড়িয়ে গেল।
.ılıll.|̲̅̅●̲̅̅|̲̅̅=̲̅̅|̲̅̅●̲̅̅| ব্যান্ডের গানই বেশি শোনা হয়। আমার পছন্দের ব্যান্ডঃ
٩(͡๏̯͡๏)۶ ব্রেকিং বেঞ্জামিনঃ
এটা আমার ফেভারিট ব্যান্ড। এদের সাথে প্রথম পরিচয়টা হয়েছে এক প্রোমোশনাল বিজ্ঞাপনের মাধ্যমে। Animax এ Trinity Blood এর প্রোমো তে এদের Evil Angel গানটা ব্যাবহার করা হয়। সেখান থেকেই গানটা আমার চরম ভালো লেগে যায়। এরপর এদের কথা প্রায় ভুলেই গিয়েছি, গানটান তেমন শোনাও হয় না। একদিন ইউটিউবে বিভিন্ন ভিডিও সার্চ করতে গিয়ে AMV আকারে ব্রেকিং এর কিছু গান পেয়ে যাই। তারপর আমাকে আর পায় কে, বিভিন্ন উপায়ে এদের গানগুলো সংগ্রহ করলাম। এদের সব গানই আমার ভালো লাগে। তারপরেও উল্লেখযোগ্য গানের মধ্যে আছে
Saturate (২০০২) এর Polyamorous, Water, Home, Shallow Bay; We Are Not Alone (২০০৪) এর So Cold, Follow, Break My Fall, Sooner Or Later, Rain; আর এদের সর্বকালের সেরা এলবাম Phobia (২০০৬) এর সবগুলো গানই আমার পছন্দের তারপরেও বিশেষভাবে The Diary of Jane, Breath, You, Evil Angel, Until The End, Unknown Soldier, You Fight Me এর নাম উল্লেখযোগ্য। এদের চতুর্থ আর শেষ এলবাম Dear Agony (২০০৯) এর Fade Away, Give Me a Sign, Lights Out, Dear Agony গানগুলো সেইরকম। আর So Cold EP এর Blow Me Away এর কথা তো বলতেও হবে। অন্যদিকে একটা মিক্সড এল্বাম Killer Queen: A Tribute to Queen এর Who Wants to Live Forever (কুইনের কভার) গানটাও অসাধারন। কুইনের অরিজনাল ভার্সনটা এখনো শোনা হয় নি। ওইটা এর চেয়ে বেটার হবে বলে মনে হয় না। এই ব্যান্ডটা এখন হিয়াটাসে আছে। কবে ফেরত আসে কে জানে।
٩(͡๏̯͡๏)۶ সিম্পল প্ল্যানঃ
আমার আরেকটি পছন্দের ব্যান্ড। এদের জনার পপ পাঙ্ক। এদের সাথে প্রথম পরিচয় ওই এনিমে দিয়েই। Animax তখন তাদের প্রথম এনিমে LaMB এ সিম্পল প্ল্যান এর গান ব্যাবহার করার সিদ্ধান্ত নেয় (আসলে এদের প্রথম শোনা গান হল What's New Scooby-Doo সিরিজের টাইটেল সংটা- What's new Scooby Doo, I'm coming After You, Scooby Dooby Doo, যদিও তখন নাম জানতাম না)। তাই চ্যানেলে সারাদিনই এদের বিভিন্ন মিউজিক ভিডিও দেখানো হচ্ছিল। একদিন আমার এক ফ্রেন্ড কে দিয়ে এদের এলবামগুলো ডাউনলোড করিয়ে নেই। পাংক ঘরনার ব্যান্ড হলেও এদের গানগুলো যেকোন টিনএজারকে আকর্ষন করবে, টিনএজারদের বিভিন্ন সমস্যা নিয়ে এদের গানগুলো আমার খুব পছন্দের। এদের যে গানটি আমার সবচেয়ে পছন্দের সেটা হল প্রথম এলবাম No Pads, No Helmets...Just Balls (২০০২) এর Perfect। এই গানের কয়েকটা লাইন শুনলেই মনে হয় বুঝতে পারবেনঃ
Hey dad look at me
Think back and talk to me
Did I grow up according to plan?
And do you think I'm wasting my time doing things I wanna do?
But it hurts when you disapprove all along
And now I try hard to make it
I just want to make you proud
I'm never gonna be good enough for you
I can't pretend that
I'm alright
And you can't change me
'Cuz we lost it all
Nothing lasts forever
I'm sorry
I can't be perfect
এছাড়া এদের একই এলবামের I'm Just A Kid ও ভালো একটা গান। এদের দ্বিতীয় এলবাম Still Not Getting Any... (২০০৪) (কোন এর সাক্ষাৎকার এ বলেছিল ... এর জায়গায় হবে Respect as a Musician) এদের হিট একটা এলবাম। এই এলবামের বেশ কয়েকটি গান আমার প্রিয়- Shut Up, Welcome To My Life, Perfect World, Me Against The World, Crazy (আর কোন গান না শুনলেও এটা শুনে দেখবেন, অসাধারন একটা গান), Jump। এদের সর্বশেষ এলবাম সেলফ টাইটেল্ড Simple Plan (২০০৮) এ বের হয়। এই এলবামে এরা আর সেই আগের ব্যান্ড নাই। পুরা এলবাম প্রেমের গান দিয়া ভরা। তারপরেও কিছু গান ভালো লেগেছিল- When I'm Gone, Save You (ক্যান্সার এ আক্রান্ত ভোকালের ভাই এর উদ্দেশ্যে), I Can Wait Forever (এটাই LaMB এ ব্যাবহার করা হয়েছিল)। এরা এখন এদের চতুর্থ এলবামের কাজ করছে। ২০১১ তে রিলিজ দেয়ার কথা। দেখা যাক কি হয়।
٩(͡๏̯͡๏)۶ পাওয়ারসার্জঃ
বাংলাদেশী এই ব্যান্ডের প্রথম এল্বাম "অপ্রস্তুত যুদ্ধ" এর গানগুলো আমার পছন্দের। নেটে এদের সম্পর্কে তেমন তথ্য পেলাম না। যতটুকু জানি, এরা ডি রকস্টারে পারফর্ম করে মেইনস্ট্রিমে এসেছে। আমার প্রোফাইল এর নাম এদের "স্বাধীনতার বার্তা" গান থেকে নেয়া। পছন্দের গানগুলোর মধ্যে রয়েছে অপ্রস্তুত যুদ্ধ, স্বাধীনতার বার্তা, পাওয়ারসার্জ, স্লোগান (যারা স্লো গান পছন্দ করেন তারা এটা শুনতে পারেন, স্লোগান গানটা আসলেই স্লো )।
٩(͡๏̯͡๏)۶ এলভেইটিঃ
এটা একটা সুইস ফোক মেটাল ব্যান্ড। এক্সট্রিম মেটাল ঘরনার ব্যান্ডগুলোর মধ্যে এদের গানই সবচেয়ে ভালো লাগে। এদের গানগুলো মুলত ভালো লাগে ইন্সট্রুমেন্ট এর বিভিন্নতার জন্য। ব্যকপাইপ, বাঁশি, হার্ডি গার্ডি, ভায়োলিন ইত্যাদি ইন্সট্রুমেন্ট দিয়ে মেটাল । এদের ইন্সট্রুমেন্টালগুলো খুবই ভালো হয়। আমার পছন্দের কয়েকটি ইন্সট্রুমেন্টাল হলঃ Anagantios, Isara। আর গানগুলোর মধ্যে আছে Slania (২০০৮) এর Inis Mona, Evocation I: The Arcane Dominion (২০০৯) এর The Arcane Dominion, Carnutian Forest আর সর্বশেষ এলবাম Everything Remains (As It Never Was) (২০১০) এর Thousandfold। এর মধ্যে Evocation I হল একুইস্টিক এলবাম, গানগুলো আনেক সফট। এদের গানের লিরিক মুলত সেল্টিক ভাষার, এছাড়া ইংরেজী গানও আছে কিছু ।
.ılıll.|̲̅̅●̲̅̅|̲̅̅=̲̅̅|̲̅̅●̲̅̅| আর ব্যান্ড খুঁজে পাচ্ছি না। এবার কিছু এলবাম নিয়ে কথা বলা যাক। Phobia এর কথা আগেই বলেছি। ওইটা বাদ থাকলো। এছাড়াঃ
٩(͡๏̯͡๏)۶ One-X (Three Days Grace - 2006):
এই এলবামটা ডাউনলোড করেছিলাম এক বন্ধুর কথায়। তেমন কোন আগ্রহ নিয়ে ডাউনলোড করিনি। কিন্তু গানগুলো শোনার পর মনে হল চরম একটা এলবাম। আরও একটা কথা মনে হল যে, যদি ব্রেকিং বেঞ্জামিন এর গান আগে শোনা না হত তাহলে হয়ত এই ব্যান্ডের প্রেমে পড়ে যেতাম। এই এলবামের It's All Over, Never Too Late, Let It Die, Time Of Dying, One-X গানগুলো আমার কাছে চরম লাগে। এই কয়েকটা গানের নাম উল্লেখ করলেও এল্বামের সবগুলো গানই ভালো। এই এলবামটা শুনে এদের প্রথম এলবামটা শুনে দেখলাম। কিন্তু ততটা ভালো। এমনকি সর্বশেষ এলবাম Life Starts Now ও তেমন ভালো লাগেনি।
٩(͡๏̯͡๏)۶ Viva la Vida or Death and All His Friends (Coldplay - 2008)
এখন পর্যন্ত আমার শোনা সেরা এলবামগুলোর একটি। আমার মতে কোল্ডপ্লের সেরা এলবাম। এই এলবামের প্রথম ট্র্যাক Life In Technicolor শুনেই আমি এদের মিউজিকের ফ্যান হয়ে যাই। এরপর একে একে Cemeteries Of London, Lost!, Yes/Chinese Sleep Chant, Viva La Vida, Violet Hill, Strawberry Swing - এলবামের প্রায় সবগুলো গানই ভালো লেগেছে। এর মধ্যে Lost! এর কয়েকটা লাইন পড়া যাকঃ
You might be a big fish in a little pond
Doesn't mean you've won
'Cause along may come a bigger one
And you'll be lost
কোল্ডপ্লে কে ফেভারিট ব্যান্ড এর ঘরে রাখতে পারতেম। কিন্তু এদের এই এলবামটা ছাড়া আর কোনটা শোনা হয় না। ও আর এদের Prospekt's March ইপি এর Life in Technicolor II গানটা সবার শোনা উচিত।
.ılıll.|̲̅̅●̲̅̅|̲̅̅=̲̅̅|̲̅̅●̲̅̅| গান শুনেছে আর মিউজিক ভিডিও দেখেনি এমন মানুষ মনে হয় পৃথিবীতে নেই। আমার দুটো খুব পছন্দের মিউজিক ভিডিও আছেঃ
٩(͡๏̯͡๏)۶ Locking Up the Sun (Poets of the Fall)
মিউজিক ভিডিওটাতে দেখা যায় একটা বক্সিং রিং এর মত রিং এর চার পাশে এনেক মানুষ মুখোশ (কোণ) পড়ে দাঁড়িয়ে আছে। আর রিং এ ব্যান্ড এর ভোকালদ্বয় গান গাচ্ছে। গান এর শেষে ওই মানুষগুলো তাদের মুখোশ খুলে ফেলে। সত্যি কথা, এই ভিডিওটার কিছুই আমি বুঝি নাই । তারপরেও এই মিউজিক ভিডিওটা যত দেখি ততই ভালো লাগে। এই ভিডিওটার আগের ভিডিও Carnival of Rust এর কার্নিভাল এর একটা স্বাদ এখানেও খুজে পাওয়া যায় মুখোশের ডিজাইনে। যদিও Carnival of Rust মিউজিক ভিডিওটা আমি অর্ধেক বুঝেছি আর অর্ধেক বুঝি নাই, পুরোটা মিলিয়ে আসলে কিছুই বুঝি নাই।
٩(͡๏̯͡๏)۶ বন্ধ জানালা (শিরোনামহীন)
এই ভিডিওটা প্রায় সবাই দেখেছে। এটা সম্পর্কে আর নতুন কিছু বলার নাই। এক কথায় অসাধারন একটা মিউজিক ভিডিও। অথচ "সিটিসেল চ্যানেল আই মিউজিক এওয়ার্ড" এ এই ভিডিওকে নমিনেশন দেয়নি, এই এওয়ার্ড অনুষ্ঠান বর্জন করা হল । এই ভিডিওটা দেখে মনে হয়েছে ব্রেইন থাকলে বাংলাদেশেও ভালো নাটক/সিনেমা নির্মাণ সম্ভব। শুধু অনগ্রসরতার দোহাই দিয়ে বসে থাকলে চলবে না।
এইবার কি পছন্দের গানের কথা বলা শুরু করব?? থাক। ওইটা করলে আর আমার পোস্ট শেষ হবে না। তাছাড়া বলতে গেলে আরো অনেকগুলো ব্যান্ড এর কথা বলতে হয়।
Ok. Ba Bye.
2 comments
যারা স্লো গান পছন্দ করেন তারা এটা শুনতে পারেন, স্লোগান গানটা আসলেই স্লো ;)
ReplyDeletenow why did I never think of that :|
"Think Different." - Steve Jobs.
ReplyDeleteMuHaHaHaHa.....