Baccano! - জাপানিজ এনিমে এর পাল্প ফিকশন

10:19:00 PM



এনিমে সিরিজ নিয়ে কিছু পোস্ট দেয়ার ইচ্ছা ছিল বেশ কয়েক মাস ধরে। কয়েক মাস আগে একটা দিয়েছিলাম। আজকে আরেকটা নিয়ে হাজির হলাম। দেখা যাক কেমন হয়। :)
যে এনিমেটা নিয়ে লেখা ইচ্ছা তার নাম Baccano! এটি মূলত সেম নামের একটা লাইট নভেল সিরিজ এর এডাপ্টেশন। এখানে লাইট নভেল নিয়ে কিছু বলা প্রয়োজন। এটার বাংলাদেশ কাউন্টারপার্ট এর সাথে তুলনা করলে বলা যায় সেবা প্রকাশনীর বইগুলোর মত যা তরুন বা কিশোর/কিশরীদের দিকে লক্ষ্য রেখে বাজারে ছাড়া হয়। কিন্তু সেবার বই গুলো ভাবানুবাদ হলেও জাপানিজ লাইট নভেল তাদের অনন্যতার জন্য বিখ্যাত আর সাইজ ২০০ পৃষ্ঠা এর আশেপাশে বা বেশি হয়। এমনকি অনেক নতুন নতুন আইডিয়া লাইট নভেল রাইটার দের কাছ থেকে বের হয় বলে শোনা যায়।

Baccano! এর রাইটার এর নাম Ryohgo Narita। সারাজীবনে ৫টা সিরিজ লিখছেন। সেগুলো হল Baccano!, Vamp!, Durarara!!, Ersusa Ohashi, Hariyama-san. এর মধ্যে Baccano! আর Durarara!! জাপানে বেস্টসেলার। ইউএস এও মার্কেটেড হয়েছে।

নামকরন

Baccano একটি ইটালিয়ান শব্দ। যার ইংরেজি প্রতিশব্দ Silly Commotion বা Stupid Commotion। বাংলায় আক্ষরিক অনুবাদ করলে হবে হালকা ঝামেলা। তবে সম্ভবত উটকো ঝামেলা বললে ভাল শোনায়। :)

এনিমে এডাপ্টেশন

একচুয়াল লাইট নভেল চলেছে ২০০৩ সাল থেকে। সিরিজটি এখনো চলছে জাপানে। এর মধ্যে কয়েকটা বই এর এডাপ্টেশন হল এনিমে সিরিজটি। যে বইগুলো থেকে এটার কাহিনী নেয়া হয়েছে সেগুলো নিচে দিয়ে দিলামঃ

#১। 1930 The Rolling Bootlegs
#২। 1931 Local Chapter The Grand Punk Railroad
#৩। 1931 Express Chapter The Grand Punk Railroad
#৪। 1932 Drug & The Dominos

এখান থেকে মোট ১৬পর্বের একটা ছোট সিরিজ তৈরি করা হয়েছে।
বাকি ১৩টা বই এখনো আন এডাপ্টেড অবস্থায় পড়ে আছে। যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জিভে নিশ্চয় জল আসছে। যদি বাকিগুলো এডাপ্টেড হত!

কাহিনী সংক্ষেপ

সাল অনুসারেই কাহিনিগুলো বর্ননা করি।

১৭১১

এখানে দেখা যায় Advenna Avis নামক এক জাহাজে একদল এলকেমিস্ট শয়তান কে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। তাদের সবারই অমরত্ম লাভ করার ইচ্ছা। শয়তান তাদেরকে দেয় গ্র্যান্ড প্যানাসিয়া বা এলিক্সার অব ইমর্টালিটি। ফলে সবাই ইমর্টাল হয়ে যায়। আর যে এলকেমিস্ট এর মাধ্যমে শয়তান নেমে আসে সেই Maiza কে বানানোর প্রক্রিয়া জানিয়ে দেয় এবং আকজন ইমর্টালকে শুধু আরেকজন ইমর্টালই মারতে পারবে। Maiza ঠিক করে, কাউকেই বলবে না কীভাবে এটা বানানো সম্ভব। অন্যদিকে আরেক ইমর্টাল এলকেমিস্ট Szilard Quates এই এলিক্সার বানানোর প্রক্রিয়া জানতে মরিয়া হয়ে উঠে।

১৯৩০

নিউ ইয়র্কে এক বাবার বখাটে সন্তান Dallas Genoard এলাকায় বিভিন্ন মাফিয়া পরিবারের নাম ভাঙ্গিয়ে খেতে থাকে। এদিকে এই ছেলের সাথে অন্যান্য মাফিয়ে গোষ্ঠির একটা ক্যাচাল লেগে যায়। এই ক্যাচালেয় একসময় ইমর্টালরা জড়িয়ে পড়ে। নাকি ইমর্টালদের ক্যাচালে মাফিয়া জড়িয়ে পড়ে????? শুরু হয় স্টুপিড কমোশান! :D

১৯৩১

এ সময় দেখা যায় ট্রান্সকন্টিনেন্টাল ট্রেন The Flying Pussyfoot নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু একই সময়ে ট্রেন এ উঠে পড়ে একদল রেবেল যারা এ ট্রেনকে জিম্মি করে তাদের নেতাকে ছাড়িয়ে আনার স্বপ্ন দেখে। আরেকদল সন্ত্রাসী - যারা শুধু একটা ত্রাস সৃষ্টি করার জন্য ট্রেনে আসে। এদের নেতা Ladd Russo। একজন প্রফেশনাল হিটম্যান যে খুন করতে করতে সাইকোতে পরিণত হয়েছে। আরেকদল ডাকাত যাদের উদ্দেশ্য ট্রেনে ডাকাতি করা। আরো আসে একজন এসাসিন, আরেকজন ইনফর্মেশন ব্রোকার এবং একজন ইমর্টাল। সবাই মিলে আরেকটা স্টুপিড কমোশান সৃষ্টি করে! :P

১৯৩২

Eve Genoard তার নিঁখোজ বড় ভাই Dallas Genoard কে খুজে বের করার জন্য ইনফর্মেশন ব্রোকারদের সাহায্য নেয়। অন্তদিক এক মাফিয়া বস হঠাৎ করেই আরেক মাফিয়ে ফ্যামিলি এর বিরুদ্ধে অভিযান শুরু করে। কিন্তু এই অভিযানের সাথে কোন একভাবে ডালাস জড়িত। কীভাবে? আরেকটা ছোট স্টুপি কমোশান শুরু হয়। :P

ক্যারেক্টার এর বর্ননা দিলাম না। দিতে গেলে পুরা কাহিনী বলে দিতে হবে। এর চেয়ে ক্যার‍্যাক্টারদের একটা স্নিক পিক নেন নিচের ছবি থেকেঃ

এভালুয়েশন

বইগুলো একের পর এক প্রকাশিত হয়েছে। অর্থাৎ একটা বই এর কাহিনীর সাথে অন্য বই এর কাহিনী এর সামান্য যোগসূত্র ছাড়া আর কিছু নেই। কিন্তু এনিমে এডাপ্টেশন পুরাই অন্য লেভেলের হয়েছে। ১৯৩০-৩২ এর তিনটে কাহিনীই একসাথে শুরু হবে। একটু পর পর স্টোরির একেকটা লেয়ার আনলক হতে থাকবে। আর শেষে গিয়ে সবগুলো স্টোরি ভিউয়ার দের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
অন্য কোন এনিমে এর সাথে এটার তুলনা চলে না। সম্ভবত এটার তুলনা হয়েছে সিনেমা জগতের দিকপাল পাল্প ফিকশন এর সাথে। বলা হয়েছে কিছুটা এভাবে, "পাল্প ফিকশন যেভাবে সিনেমার স্বাদকে পরিবর্তিত করেছে ঠিক সেভাবে বাক্কানো হবে এমন একটা এনিমে যা এনিমে দেখার স্বাদ পরিবর্তিত করবে...... শুরু থেকে শেষ হয়ে শেষ না হওয়া এনিমেটা একটা ক্রেজি রাইড এ দর্শকদের নিয়ে যাবে...... বাক্কানো এনিমেতে সত্যিই ইউনিক কিছু প্রদান করে।"
এবং আমি বলছি এটার ইউনিকনেস মোটেও মিথ্যে না।
১৬ পর্বের ছোট এই সিরিজটা আমি একটানা বসে দেখে ফেলেছি। বলা যায় মন্ত্রমুগ্ধের মত।

যারা এখনো দেখেননি দ্রুত দেখে ফেলুন। ^_^

You Might Also Like

0 comments

Popular Posts

Like us on Facebook

Flickr Images