Revi: Hey chniglish. Want a job? You get to kill a whole lot of dipshits. Shenhua: I'll be happy to skin you for free, slut. Revi: Jesus, what's with the attitude.
Black Lagoon: Roberta's Blood Trail দেখলাম। যদিও দুইবছর আগের টাইটেল কিন্তু ইংলিশ ডাব এর জন্য ওয়েট করাতে এত দেরি হল দেখতে।
আগের সিজনের মত অস্থির ডায়ালগ বেশ কম। রক এর ক্যার্যাক্টার এ যে চেঞ্জটা
এনেছে সেটাও বেশ মজাদার। এইভাবে চলতে থাকলে মনে হয় সিরিজটাকে আরো অনেকদূর
নেয়া সম্ভব। আর একটা দিক, রবার্টা মনে হয় আর কখনোই আসবে না সিরিজটাতে, তার
গল্পের এখানেই সমাপ্তি। অবশ্য আমি প্রথম সিজনের কিডন্যাপিকং আর্ক এর পরই এই
ক্যার্যাক্টার আবার আসবে এটা আশা করলেও এভাবে আসবে ভাবি নাই।
তবে, আগের দুইটা সিজনই রোজার মধ্যে দেখার উপযোগী না (Don't get me wrong.
শুধুমাত্র গালাগালির কারনে)। আর এই সিজন এসেছে ওভিএ ফরম্যাট এ। তো বুঝতেই
পারছেন!! তবে টু বি অনেস্ট, FLCL এর পর একমাত্র এই ওভিএটাকেই আমি
রেকমেন্ডেবল বলতে পারি (And yes, I have watched Hellsing Ultimate) কমিক
রিলিফগুলো আগেরবারের মতই সুন্দর করে করা হয়েছে। এবং ফাইটিং অবশ্যই অভার দা
টপ এন্ড অফ কোর্স লজিকলেস। আমি যখন প্রথম সিজন দেখেছিলা তখন অনেক লজিক
খুজেছিলাম সিরিজটাতে, সেকেন্ড সিজনে এসে বাদ দিয়ে দিয়েছি আর মজা পেয়েছি +_+
। তবে এই আর্কে মজাও সেই তুলনায় কম। কিন্তু চলে।
প্রথম তিন পর্বে
রবার্টার হার্ডকোর পার্ফর্মেন্স এর পর পঞ্চম পর্বে আবার মেইড আউটফিটে আসা
তা খুব একটা ভালো লাগে নাই। ফ্যান সার্ভিস ফ্যান সার্ভিস মনে হইসে। T_T
আর ডাবটার ব্যাপারটা বলতেই হয়। আমি বেশিরভাগ সময়ই ডাব দেখার পর সাব টা চালু করে দেখি (ডুয়াল অডিও এনকোড আরকি
)। এটার জাপানিজ অডিওটাতে দেখলাম লাভলেস ফ্যামিলি এর আরেক পিচ্চি মেইড
ফ্যাবিওলাকে 'শ্রিম্প' বলে ডাকে পুরা এনিমেতে। কিন্তু ইংলিশটা বলেছে
Minimaid যা চরম হাসির, অন্যদিকে Shenhua কে জাপানিজ ভার্সনে Revi তার নাম
ধরে ডাকলেও এখানে দেকেছে Chinglish (Cninese+English) হিসাবে। আর রেভির
ডায়ালগ ডেলিভারি দেখলে অনেকটা টারান্টিনো আর গাই রিচি এর ফিল্মে বিভিন্ন
গ্যাংস্টার এর ডায়ালগ ডেলিভারি এর কথা মনে পরে। হুইচ ইজ অসাম। আফটার অল,
ইটজ অল এবাউট ডায়ালগস।
"I appreciate the help. But after all these is finished and my hunt is complete, I'll reward you with a painless death."
0 comments